250 likes | 444 Views
স্বাগতম. উপস্থাপনায়. মো:- রাশেদ রায়হান (লিটন). সহকারী শিক্ষক কম্পিউটার. দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় কুমারখালী, কুষ্টিয়া।. E-mail: rashedraihan1978@gmail.com Mobile: 01942778660. এখানে আমরা এক টি মসজিদের ছবি দেখলাম. চিত্র :- আরবের মরুভূমি।. মুসলিম ধর্মের সর্বশেষ নবীর নাম কি ?.
E N D
উপস্থাপনায় মো:- রাশেদ রায়হান (লিটন) সহকারী শিক্ষক কম্পিউটার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় কুমারখালী,কুষ্টিয়া। E-mail: rashedraihan1978@gmail.com Mobile: 01942778660
এখানেআমরাএকটিমসজিদেরছবিদেখলামএখানেআমরাএকটিমসজিদেরছবিদেখলাম
চিত্র :- আরবের মরুভূমি। মুসলিমধর্মেরসর্বশেষনবীরনামকি? হযরত মুহম্মদ (সাঃ) মুসলিমজাহানেরদ্বিতীয়খলীফারনামকি? হযরত ওমর ফারুক (রাঃ)
আজকের পাঠের বিষয় “উমরফারুক” কবিতা লেখক- কাজী নজরুল ইসলাস
এই পাঠ শেষে শিক্ষাথীরা- কবি পরিচিতি বলতে পারবে। বিভিন্নজটিলশব্দেরঅর্থবলতেপারবে। কবিতাটি সুন্দর করে আবৃত্তি করতেপড়তে পারবে। কবিতারবিভিন্নলাইনেরব্যাখ্যাবাবিশ্লেষণকরতেপারবে।
কবি পরিচিতি জন্ম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ (২৫শে মে ১৮৯৯ ) পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহাকুমার চুরুলিয়া গ্রামে।
কবি পরিচিতি বাবারনাম কাজীফকিরআহম্মেদ মায়েরনাম – জাহেদাখাতুন
কবি পরিচিতি বিশেষনাম দুখুমিয়া
কবি পরিচিতি ১৯১৪ সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান।
কবি পরিচিতি কবি সহধর্মীনি প্রমিলা
কবি পরিচিতি বাংলাদেশনাগরিকত্ব পান ১৯৭২ সালে
কবি পরিচিতি মাত্র চল্লিস বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন।
কবি পরিচিতি কবিতারনাম ঝিঙেফুল,উমরফারুক,সংকল্প। কয়েকটিগ্রন্থেরনাম অগ্নিবীনা, দোলনচাপা, সর্বহারা, বিষেরবাঁশী।
কবি পরিচিতি ২৯শে আগষ্ট ১৯৭৬ সালে কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যগ করেন।
কবি পরিচিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ল প্রাঙ্গর্ণে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
শিক্ষকের আবৃত্তি • আমির-উল-মুমেনিন, • তোমার স্মৃতি যে আযানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। • তকবির শুনি, শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, • বাতায়নে চাই-উঠিয়াছে কি-রে গগনে মরুর শশী? • ও-আযান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকোরীর গান? • মুয়াজ্জিনের কন্ঠে ও কি ও তোমারি সে আহ্ববান? • তিমির রাত্রি - 'এশা'র আযান শুনি দূর মসজিদে। • প্রিয়-হারা কার কান্নার মতো এ-বুকে আসিয় বিঁধে!
এবারআমরাসবাইমিলেকয়েকটিকঠিনশব্দেরঅর্থজানতেচেষ্টাকরি.. তিমিররাত্রি অন্ধকাররাত শয্যা বিছানা চকোরী একধরনেরপাখি
এবারআমরাসবাইমিলেকয়েকটিকঠিনশব্দেরঅর্থজানতেচেষ্টাকরি.. শশী চাঁদ বাতায়ন জানালা আহ্ববান ডাকা
দলীয় কাজ কাজনং ১। ১০টি বাক্যেরমধ্যেনজরুলইসলামেরপরিচয়বর্ণনাকর। • কাজনং 2। “তিমির রাত্রি - 'এশা'র আযান শুনি দূর মসজিদে।প্রিয়-হারা কার কান্নার মতো এ-বুকে আসিয়ে বিঁধে!” • লাইনটিপড়েতুমিকিবুঝলেতাবিশ্লেষণকর।
মূল্যায়ন • ক) কবিনজরুলইসলামকতসালেজন্মগ্রহণকরেন? • খ) নজরুলইসলামেরপিতা ও মাতারনাম কি? • গ) কতসালেনজরুলইসলামমৃত্যুবরণকরেন? • ঘ) নজরুলইসলামরচিত ৫টি গ্রন্থেরনামলিখ?
বাড়ির কাজ “তোমার স্মৃতি যে আযানের ধ্বনি জানে না মুয়াজ্জিন”-এই কথাটির ব্যাখ্যা কর।
ধন্যবাদ সকল শিক্ষার্থীদের