280 likes | 784 Views
সূচীপত্র . LAN সংজ্ঞা. LAN বিস্তারিত. MAN সংজ্ঞা. MAN বিস্তারিত. WAN সংজ্ঞা. WAN বিস্তারিত. প্রকারভেদ . একক কাজ . দলীয় কাজ . মূল্যায়ন. বাড়ীর কাজ. ধন্যবাদ. শুভেচ্ছা. পরিচিতি. পাঠ পরিচিতি . পূর্বপাঠ. পাঠ ঘোষনা. শিখন ফল . সংজ্ঞা. উদ্দেশ্য. যন্ত্রপাতি. LAN, MAN, WAN.
E N D
সূচীপত্র LANসংজ্ঞা LANবিস্তারিত MANসংজ্ঞা MAN বিস্তারিত WAN সংজ্ঞা WANবিস্তারিত প্রকারভেদ একক কাজ দলীয় কাজ মূল্যায়ন বাড়ীর কাজ ধন্যবাদ শুভেচ্ছা পরিচিতি পাঠ পরিচিতি পূর্বপাঠ পাঠ ঘোষনা শিখন ফল সংজ্ঞা উদ্দেশ্য যন্ত্রপাতি LAN, MAN, WAN
উপস্থাপনায় মোঃ আমিনুল ইসলামসহকারী শিক্ষক (কম্পিউটার)দেওয়ান মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসামোহাম্মাদপুর(বালিয়া), পবা, রাজশাহী ।ফোনঃ ০১৭১২৭৬৬৯৩৩, ০১৮১১৭৮৬৬৩৩ই-মেইলঃ aminul.dmam.33@gmail.com
পাঠ পরিচিতি বিষয়ঃ কম্পিউটার শিক্ষা শ্রেণীঃ দশম অধ্যায়ঃ নবম সময়ঃ ৪০ মিনিট তারিখঃ ০৯/11/১৩
ছবিতে কি দেখা যাচ্ছে? পূর্বজ্ঞান যাচাই
পাঠ ঘোষনা আজকের পাঠের বিষয় হচ্ছে- কম্পিউটার নেটওয়ার্ক
এই পাঠ শেষে শিক্ষার্থীরা-----কম্পিউটার নেটওয়ার্ক কী বলতে পারবে। কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয় যন্ত্রপাতি সমূহ উল্লেখ করতে পারবে। কম্পিউটার নেটওয়ার্ক প্রকারভেদ গুলোর নাম লিখতেপারবে।কম্পিউটার নেটওয়ার্ক প্রকারভেদ গুলো ব্যাখ্যা করতে পারবে। শিখনফল
কম্পিউটার নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক এর সংজ্ঞা আনুসঙ্গিক যন্ত্রপাতি ভাগাভাগি করে ব্যবহার করা বা পরস্পর তথ্য আদান প্রদান করার কাজটি যখন কোনো কম্পিউটার ব্যবস্থায় করা হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে ।
কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য নেটওয়ার্কিং এর উদ্দেশ্য • ফাইল বা তথ্যের আদান প্রদান ৷ • হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা ৷ • সফটওয়্যার রিসোর্স শেয়ার করা ৷ • তথ্য সংরক্ষণ করা ৷ • ই-কমার্স ব্যবহার করা ৷ • তথ্যের গোপনীয়তা রক্ষা করা ৷ • মেসেজবা ই- মেইল আদান প্রদান করা ৷
নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজনীয় যন্ত্রপাতি মাধ্যম (অপটিক ফাইবার) কম্পিউটার নেটওয়ার্কিং কার্ড হাব ভি স্যাট মডেম সফটওয়্যার রাউটার
নেটওয়ার্কের প্রকারভেদ ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে কম্পিউটার নেটওয়ার্ককে ০3 ভাগে ভাগ করা যায়।
লোকাল এরিয়া নেটওয়ার্ক এর সংজ্ঞা লোকাল এরিয়া নেটওয়ার্ক যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ বা যন্ত্রপাতির মাঝে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) বলা হয়। LAN
লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং এর বৈশিষ্ট্য • সাধারনততারযুক্তনেটওয়ার্ক। • নেটওয়ার্কনিয়েকোনপ্রতিবন্ধকতাসৃষ্টিহয়না। • হোষ্টবাহোষ্টবিহীননেটওয়ার্কিংব্যবস্থারয়েছে। • একাধিককম্পিঊটারেনেটওয়ার্কিংসৃষ্টিরজন্যবিভিন্নধরনেরটপোলজিব্যবহৃতহয়। একাধিক কম্পিউটারের মধ্যে যার সাহায্যে সংযোগ দেওয়া হয় সেটিকে বলা হয় মাধ্যম বা (Media)। মাধ্যম হতে পারে দুই রকম। ১। তারের সাহায্যে। ২। বেতার ব্যবস্থায়। • বেতার ব্যবস্থায় নেটওয়ার্ক- • তারের সাহায্যে নেটওয়ার্ক- লোকাল এরিয়া নেটওয়ার্কেরবৈশিষ্ট্য হাব ওয়াইফাই কেবল ব্লুটুথ নেটওয়ার্কিং কার্ড রাউটার LAN
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এর সংজ্ঞা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেসব নেটওয়ার্ক প্রায় দশ কিলোমিটারের কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহেরমাঝে করা হয়ে থাকে তাকে মেট্টোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) বলা হয়। Rajshahi MAN
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এর বিস্তারিত মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক MAN
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর সংজ্ঞা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেসব নেটওয়ার্ক দুরবর্তী স্থানসমূহের মাঝে করা হয় তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) বলা হয়। WAN
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং এর বৈশিষ্ট্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য…. ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে সারা পৃথিবীতে আজ নেটওয়ার্ক জালের মত বিছিয়ে রয়েছে। • তারবিহীননেটওয়ার্কিংব্যবস্থা। • বিশ্বেরএকপ্রান্তথেকেঅন্যপ্রান্তেএইনেটওয়ার্কিংব্যবস্থারয়েছে। • বাতাসেরতরংগেরমধ্যদিয়েএইনেটওয়ার্কিংব্যবস্থাপ্রবাহিত। আর এই নেটওয়ার্কের কল্যানে তাই আমরা বলতে পারি, পৃথিবী আমাদের হাতের মুঠোয়। অপটিক ফাইবার মডেম WAN
এক নজরে LAN, MAN ও WAN নেটওয়ার্কের চিত্র
একক কাজ ১। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি? ২। LANকি? • ১। কম্পিউটার নেটওয়ার্ক মূলত তিন প্রকার। • লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) • মেট্টোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) • ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) ২। যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি আবস্থিত কম্পিউটারসমূহের মাঝে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LANবলা হয়।
দলীয় কাজ প্রতি দশ জন করে দলে বিভক্ত হয়ে নিম্নেরচিত্রে কোনটি কোন নেটওয়ার্ক চিহ্নিত করে দেখাও- LAN MAN WAN
মূল্যায়ন • কম্পিউটার নেটওয়ার্ক কি? • নেটওয়ার্ক কত প্রকার ও কি কি? • কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির নাম কি কি? • LAN ও WAN এর বৈশিষ্ট্য কি কি?
বাড়ীর কাজ তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নেটওয়ার্ক উল্লেখযোগ্য ভুমিকা পালন করে, বিশ্লেষণ পূর্বক আলোচনা লিখে আনবে।
ধন্যবাদ To All