200 likes | 469 Views
স্বাগতম. শিক্ষক পরিচিত মোঃ আইয়ুব আলী প্রধান শিক্ষক পান্থাবাড়ী বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজার হাট, কুড়িগ্রাম।. পাঠ পরিচিতি শ্রেণিঃ চতুর্থ বিষয়ঃপ্রাথমিক গণিত অধ্যায়ঃ১৪ অধ্যায়ের শিরোনামঃত্রিভুজ পাঠ্যাংশঃবাহুভেদে ত্রিভুজ. শিখনফল ১। ত্রিভুজের ধারণা লাভ করবে ।
E N D
শিক্ষক পরিচিত মোঃ আইয়ুব আলী প্রধান শিক্ষক পান্থাবাড়ী বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজার হাট, কুড়িগ্রাম।
পাঠ পরিচিতি শ্রেণিঃ চতুর্থ বিষয়ঃপ্রাথমিক গণিত অধ্যায়ঃ১৪ অধ্যায়ের শিরোনামঃত্রিভুজ পাঠ্যাংশঃবাহুভেদে ত্রিভুজ
শিখনফল ১। ত্রিভুজের ধারণা লাভ করবে । ২।ত্রিভুজের সংজ্ঞা বলতে পারবে। ৩। বাহুভেদে বিভিন্ন আকৃতির ত্রিভুজ সনাক্ত করে লিখতে পারবে।
আমরা আজ ত্রিভুজ সম্পর্কে জানব।
উপস্থাপন বাস্তব পর্যায় কাঠির মাধ্যমে শিক্ষার্থীদের দ্বারা ত্রিভুজের আকৃতি দেখাব।
কাঠির দ্বারা শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন আকৃতির বাহুভেদে ত্রিভুজ দেখাব।
ক ত্রিভুজ খ গ তিনটি বাহু দ্বারা গঠিত চিএকে ত্রিভুজ বলে।
ক বাহু বাহু গ খ বাহু ত্রিভুজের বাহু তিনটি ও তিনটি কোণ আছে।
সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ
ক গ খ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান।
ক খ গ সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান।
ক গ খ বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের বাহুগুলো অসমান।
বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। যেমন- ১। সমবাহু ত্রিভুজ ২।সমদ্বিবাহু ত্রিভুজ ৩। বিষমবাহু ত্রিভুজ
তোমাদের পাঠ্য বই এর ১২৪ পৃষ্ঠা মিল করে দেখ।
দলীয় কাজ ৯ ২ ৩ ১ ৪ ৫ ৮ ৬ চিত্রে কোন কোন নম্বরগুলো সমবাহু ত্রিভুজ? দল নং-ক ৭ চিত্রে কোন কোন নম্বরগুলো সমদ্বিবাহু ত্রিভুজ? দল নং-খ দল নং-গ চিত্রে কোন কোন নম্বরগুলো বিষমবাহু ত্রিভুজ?
মূল্যায়ন ১। ত্রিভুজের সংগা লিখ। ২।বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? ৩। বিভিন্নআকৃতির তিনটি ত্রিভুজ অংকন কর।
ধন্যবাদ আবার দেখা হবে।